গুরু মহাশয়
.jpg)
কৃষ্ণচূড়া
মোঃ আরিফ হোসেন
কৃষ্ণচূড়া ফুটেছে,
লাল হয়ে ফুটেছে,
চারিদিকে ফুটেছে,
গোলাপ হয়ে ফুটেছে।
কৃষ্ণচূড়া লাল এ কথা কি আমার মন জানতনা? জানত।তারপরও 'কৃষ্ণচূড়া ফুটেছে, লাল হয়ে ফুটেছে'।
কৃষ্ণচূড়ার গায়ে পানি ঢাললে কি হয়? চারিদিকে শুধু থরে বিথরে ছড়িয়ে যায়;
তাইতো ' কৃষ্ণচূড়া ফুটেছে, লাল হয়ে ফুটেছে '।
কৃষ্ণচূড়া তুমিই বুঝি সুন্দর!
কৃষ্ণচূড়ার গায়ে আগুন জ্বাললে কি হয়? সে কাঁদেনা, সারাক্ষণ শুধু হাসে।
আজ শুধু হাসতেই আছে ;
হায় এ কৃষ্ণচূড়ার কি হবে?
কৃষ্ণচূড়া তোমার বুঝি অনেক দুঃখ? তাইতো তুমি লাল হতে হতে লাল গোলাপের মত অঙ্গার হয়ে গেছ?
কৃষ্ণচূড়া, এত বেশি লাল হতে নেই! বেশি লাল হলে মানুষ খারাপ বলবে! দ্যাখোনা পশ্চিম আকাশে সূর্য উঠেছে, কত লাল! এত লাল মানুষ দেখতে পারেনা!
কৃষ্ণচূড়া শেষ বারের মত মনের কথা' কই, "তুমি হলে আমার সবচেয়ে সুন্দর ভালবাসা, এ ভালবাসা তুমি হেলায় ফেলে দিয়োনা"।
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete